কর্মক্ষেত্রে যতক্ষন হেটার্স তৈরি না হবে,ততক্ষন বুঝবেন আপনার চলার পথটি সঠিক নয়।
সাধুরা সব সময় সকল চোরের কাছেই খারাপ ব্যাক্তি বলে বিবেচিত হয়।
নিজের কাজ করুন,কাজ আপনার হয়ে জবাব দিবে সব সময়।
আমার থিওরি – মন খারাপে কাজ করুন, বিচলিত না হয়ে কাজ করুন, যেকোন কঠিন পরিস্থিতে কাজ করুন।যাদের জন্য ক্ষতি বলে মনে করবেন তাদেরকে দূরে রাখুন।