বিজনেস টিপস – ২৫৮৩

কিভাবে কাজ করবেন এইটা নিয়ে অনেক ভেবেছেন কিন্তু আপনার কাছে সঠিক উত্তর নাই?এমন যাদের হচ্ছে তারা এই কন্টেন্ট ফলো করতে পারেন।
  • এমন একটি সমস্যা খুজে বের করুন যেটি অনেক মানুষ ফেস করছে।
  • ওই সমস্যা সমাধান করতে পারলেই, লোকজন টাকা দিয়ে কিনে নিবে।
  • সমস্যা সমাধানের উপায়টি অবশ্যই একটু ইউনিক করে করুন।
  • সমস্যা সমাধানের পরে সেই সমাধান সেল করার জন্য একটা সঠিক মূল্য বসান।ইউনিক বলেই কি আপনি যা তা দাম দিতে পারেন না।
  • সলিউশনটি বিক্রি করে যে পরিমান রেভিনিউ জেনারেট হয় তার থেকে কম অর্থ ব্যয় করুন।
  • বেচে যাওয়া অর্থ থেকে ইউটিলিটি বিল ও ট্যাক্স প্রদান করুন।
  • এরপরে নিট প্রফিট ক্যালকুলেশন করুন।
  • নিট প্রফিট কে এক বছর একত্রে রাখুন এবং অবশ্যই চারটি অংশে ভাগ করুন।
  • এই প্রফিট থেকে ২০%-৩০% অর্থ প্রমোশন/মার্কেটিং এ ব্যয় করুন।
  • প্রফিট জমে পর্যাপ্ত পরিমান হলে আরও একটি প্যাসিভ বা নতুন ব্যবসায় শুরু করুন।
  • এই সাইকেল রিপিট করতে থাকুন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *