পিউর ব্যবসা হোক কিংবা স্টার্টআপ হোক আবার চাইলে আপনি উদ্যোক্তা হিসাবেও ধরতে পারেন।এই ব্যাপারগুলি যতই আলাদা হোক না কেন,সব ক্ষেত্রেই কোর টা ফিক্সড হতে হবে।
আপনার সাপ্লাই চেইন টা ঠিক না থাকলে আপনি কখনোই কাজ করে আগাতে পারবেন না।আপনাকে যেকেউ যেকোন সময়ে ধংস্ব করে দিতে পারে।
আপনার Employees দের থেকে কিছু ব্যাপার আপনাকে আলদা করতে হবে।
আপনার সাপ্লাইয়ার চেনানো যাবেনা।
পারচেস প্রাইজ জানানো যাবেনা।
সেলিং প্রাইস জানবে কিন্তু ভেন্ডর থেকে নেয়া ও বিল দেয়ার মত কাজগুলি অন্য কাউকে দিয়ে করানো যাবেনা।
একাউন্টস ও কাস্টোমার ডিলিংস টা একাই করার প্ল্যান করেন।