কাউকে কিছু প্রমাণের দ্বায়িত্ব নেয়াটা জীবন নয়।নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কাউকে না ঠকিয়ে, কারো ক্ষতি না করে ভালো থাকার নাম হলো জীবন।
জীবনের সবকিছুই আপনার পূর্বনির্ধারিত প্ল্যান অনুযায়ী হবেনা।তাই এটা নিয়ে এত আক্ষেপ করার কিছুই নেই।প্ল্যান করুন তবে সেটাতেই যে জীবন চলবে এমন নয়।
শুধু আপনি আপনার কাজ করে যান,বাকি সবকিছু সময়ের সাথে সাথে আপনা-আপনিই ঠিক জায়গায় চলে আসবে।
One Life, Live Happy
