শুধু সেল নয় ব্র্যান্ডিংয়ের প্রতি নজর দিতে হবে। কারণ অনেক সময় ভালো সেল হওয়ার পরও হারিয়ে যায় অনেক কাস্টমার।এর মূল কারণ হলো ব্রান্ডিংয়ের অভাব।
ব্রান্ডিং পণ্য কে জনসমক্ষে তুলে ধরে।জনসম্মুখে পরিচিতি ঘটায়।একবার নিজের দিকে তাকান তো,
আপনি কিছু কেনার আগে কি করেন? অবশ্যই মানুষের কাছে খোঁজ খবর নেন। অথচ আপনি যদি ব্রান্ডিং না করেন তাহলে আপনার পণ্যের উপরে ভালো রিভিউ কিভাবে দিবে?
সকলেরই একটা ক্লায়েন্ট বেজমেন্ট তৈরি করা উচিত। যেমন ধরুন ফেসবুক পেজ বা গ্রুপ। আপনি আপনার কাস্টমারের কাছে আপনার পণ্য কে তুলে ধরতে পারেন।
আবার কাস্টমারও তার মতামত পোষণ করতে পারে। এতে করে জানা হয়ে যায় কাস্টমার এর চাহিদা কেমন, কাস্টমার কেমন জিনিস পছন্দ করবে, কিভাবে আপনার পণ্যকে গ্রহণ করবে।
আবার কোন প্রোডাক্ট মার্কেটে এভেলেবেল হয়ে গেলে শুধুমাত্র ব্র্যান্ডিংয়ের জন্যই আপনার পণ্যটি মার্কেটে টিকে থাকতে পারে।