আমাদের জীবনে দুইটা দিন খুবই গুরুত্বপূর্ণ, যার একটি হলো- আমাদের জন্মের দিন।
আর একটি হলো- আমরা জন্ম কেন নিলাম এটা জানার দিন।
প্রথমটিতে আমাদের হাত থাকেনা আর ২য় টির কারন সবাই খুঁজে পায়না।
যারা ২য় টির খোঁজ পেয়ে যান,তারাই পৃথিবিতে স্পেশাল হয়ে যান,এবং আজীবন বেঁচে থাকেন মানুষের হৃদয়ে।