আল্লাহ আমাদের সকলের রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আমরা সকলেই প্রায় কোন না কোন কর্মের সাথে জড়িত আছি। এই কর্মকে আল্লাহ আমাদের রিজিকের একটা মাধ্যম হিসেবে দিয়েছেন।
আমরা অনেকেই এখন অনলাইন বিজনেস এর সাথে জড়িত। এটা আমাদের রিজিকের সাথে সম্পর্কিত। এটার মাধ্যমে আমাদের রিযিক নির্ধারিত সেটার ক্ষেত্রে কোনো উদাসীন মনোভাব দেখলে চলবে না।
ব্যবসায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক। একবারে কখনোই সফলতা আসবে না এটাই স্বাভাবিক। ভেঙে পড়ার মনোভাব থাকলে চলবে না। সঠিক সমাধান ভেবে সামনে অগ্রসর হতে হবে তবেই সাকসেস আসবে।
অনেকেরই সেম প্রবলেম পেজের রিচ কম, সেলকম কি করা উচিত, কি করব?
যারা ফ্রীতে চান,তারা এই গ্রুপে লেখাপড়া করতে পারেন আর যারা চান যে,আপনারা সময় বাঁচাবেন,তারা বিজনেস এক্সপার্টের সাথে বসবেন।