আপনার স্বপ্ন কে যদি বাস্তবায়ন না করতে পারেন আর যদি সেটি বোঝাতে না পারেন তবে আপনি চুড়ান্ত রকমের ব্যার্থ। এই ব্যার্থতার দ্বায় কেবলই আপনার।এটা শুনতে কঠিন লাগলেও এটাই সত্য।সমস্যা আসবেই,বাঁধা আসবেই তবে সেগুলিকে পিছনে ফেলার কাজটাও আপনাকেই করতে হবে।