পন্যের সোর্সিং করা থেকে শুরু করে, কাস্টোমারের হাতে পন্যটি সঠিকভাবে পৌছে দেয়া পর্যন্ত একটা কম্পলিট সাপ্লাই চেইন।
এই সাপ্লাই চেইন ঠিকভাবে মেইনটেইন না করতে পারলে তার উচিত বিজনেস ছেড়ে দেয়া।শুধু শুধু এই সেক্টরের দুর্নাম বাড়ানোর কোন মানে নেই।
কাস্টোমারের কথা ও ইনবক্সে করা ম্যাসেজ বারবার পড়ে দেখুন,বুঝুন এরপরে কাজ করুন।