ব্যবসাতে মালিকের কখনো ছুটি হয়না।এটা সব দেশে সব জায়গায় মানা হলেও আমাদের দেশের উদ্যোক্তারা এটা বুঝে কাজ করেন না,ইভেন তারা এটা মানেও না।
আমাদের উদ্যোক্তাদেরকে আমি সব সময় বলি- পার্ট টাইম উদ্যোক্তা আর ফুল টাইম ভ্যাকেশনে থাকা ব্যবসায়ী।
বাংলাদেশে যত মেন্টর,যত গ্রুপ এডমিন আর উদ্যোক্তা বান্ধব কাজ করা ব্যাক্তিবর্গ আছেন,আমি তাদের মধ্যে অন্যতম সিনিয়র হলেও আমার বড় ফ্যানবেইজ না থাকার কারন হলো- অধিক সত্য আর তিতা কথা বলা।
আমার কথা তিতা তাই সহ্য হয়না অনেকেরই।আবার আমি সহমত,সহমত করা দোভাষী ও পছন্দ করিনা তাই সব মিলিয়ে আমার ফ্যানবেইজ ছোটই।
যাহোক,মোদ্দা কথা হলো- ছুটি কাটানো শেষ হলে আবার শুন্য থেকে শুরু কইরেন আপনারা।
ম্যাসেজ যেটা দিতে চাইছি সেটা হলো- বিজনেসে কখনো শুন্য পজিশন আসতে দিয়েন না।