সুবিধাবাদীদের চক্ষুলজ্জা বলতে কিছুই থাকেনা।প্রয়োজনে এরা নিজের সর্বোচ্চটা দিয়েও নিচে নামতে চেষ্টা করে।এইজন্যই এরা অন্যের পায়ের জুতা চা’টার ব্যাপারটা নিয়ে কষ্ট পায়না।
“মিথ্যাকে বারবার বললে সত্য মনে হবে,আর সত্যকে বারবার বললে মিথ্যা বলে মনে হয়।”
তেলবাজি,পা-চাটা,এই বিষয়গুলি নিয়ে যারা বারবার নিজে, নিজের সাফাই গাইতে থাকে,তারাই মুলত এগুলা করে লাইফে।
এমন সকল টক্সিক থেকে বিজনেসই শুধু নয়,নিজের লাইফ টাও দূরে রাখুন।
আপনার পজিটিভিটি,আপনার এটিটিউড এগুলিও ক্রেতা লক্ষ্য করে।একজন পজিটিভ মাইন্ডসেটের মানুষ কখনোই নেগেটিভ মোটিভ ছড়ানো পছন্দ করেনা।