শুরু করার আগে সবই কঠিন হয় 
যেকোন কাজই শুরুর আগে কঠিন মনে হয়।তাই শুরু করাটা কঠিনই লাগে।একবার শুরু করতে পারলে আর এমন কঠিন থাকেনা।
তবে সবাই ঐ শুরুতেই ভয় পেয়ে পিছিয়ে যায়।মনে রাখতে হবে যে, “যে কাজ যত কঠিন আর অসম্ভব বলে মনে হবে, সেই কাজে বেনিফিটেড হবেন তত বেশি।”
“Impossible is the most impossible thing in the world.”