বিজনেস করছেন কিংবা উদ্যোক্তা হয়ে কাজ শুরু করে বেশ ভালো করেছেন,খুবই ভালো কথা।তবে মাথায় রাখা জরুরী যে,
“প্রোডাক্ট লাইন বড় করার সুত্র এবং শর্ত আছে”।
প্রোডাক্ট লাইন বড় করা নিয়ে এর আগে লিখলেও আমি আজ শুধু শর্তটা বলছি- প্রোডাক্ট অনেক হলে আপনার ঐ প্রোডাক্টগুলির মার্কেটিং কস্ট ও অনেক বেশিই হবে।
যাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং বাজেট থাকেনা,তাদেরকে বলছি,আপনারা প্রোডাক্ট লাইন বড় করার আগে এইটা ফিক্স করতে শিখুন।
আর সবাই মাথায় রাখবেন,৫ লাখ টাকার প্রোডাক্ট কিনলে সেটা সেল করার জন্য ১ লাখ টাকা অন্তত মার্কেটিং বাজেট থাকা উচিত।
আমাদের তো প্রোডাক্ট কেনার টাকা থাকে কিন্তু সেল করার জন্য কোন বাজেট থাকেনা।এইজন্যই বলি,বিজনেস আসলে শেখার বিষয়,কাউকে দেখে নেমে যাবার মত কিছুনা।