শুধু পরিচিত মানুষগুলিকে কাস্টোমার হিসাবে পাওয়া আর তাদের নিকট পন্য সেল করে নিজেকে উদ্যোক্তা/ব্যবসায়ী ভাবা মানুষ গুলির সঠিক শিক্ষাটা তৈরি হওয়া জরুরী।
পন্য / সেবা ভালো হলে সেটার গ্রাহক কেন শুধুই পরিচিতরা হবে?
পরিচিত গ্রাহক দিয়ে হয়তো শো-অফ করে বিজনেস করছি বলা যায়,তবে বিজনেস বড় হওয়া বা নিজেকে স্বাবলম্বী করা যায়না।
আমরা বুঝলেও এটা মানতে রাজি না।কেন রাজি না?
কারন,আমরা জানি যে,মেনে নেয়া মানেই নিজের ভুল স্বীকার করে নেয়া।