একটু নিয়মিত সেল এলেই উদ্যোক্তারা আর নিয়মের মধ্যে ঐ বেড়াজালে আর থাকতে চান না।ওনারা ভেবেই ফেলেন যে, সেল যখন হচ্ছে তখন এত নিয়ম মানার কি আছে।
এরপরে আবার হারিয়ে যায় সেল,কমতে থাকে টাকার অংক আর তখন দারস্থ হন হন্তদন্ত হয়ে,আমার সেল কেন কমে গেলো।
এমন অনেক উদ্যোক্তাকে দেখেছি,কাজ করতে করতে হঠাৎ নাই হয়ে গেলেন।এরপরে আবার ঘুরেফিরে আসেন,সেটা ৪ বছর পরে হলেও।তবে যখন ব্যাক করেন,তখন আসলে ক্ষত সারানোর চেষ্টা করা কঠিন।
কেননা,একটা নতুন বিজনেস দাঁড় করানো যত কঠিন,একটা রানিং বিজনেস ডাউন হলে,সেটা তোলা তারচেয়ে অনেক বেশি কঠিন কাজ।