পারফেক্ট শব্দটাই আসলে তার নিজের সবচেয়ে বড় শত্রু।এটা ঐ “পারফেক্ট” জানলেও আপনারা জানেন না।আমরা ব্যাস্ত হয়ে পড়ি,সব কাজ পারফেক্ট করা নিয়ে অথচ আমরা এটা ভুলে যাই যে,পারফেক্ট করতে চাওয়ার খপ্পরে পড়েই আমরা আমাদের স্বাভাবিক কাজটুকুও করতে পারছিনা।
আমরা সবাই ভাবি,
এইতো গুছিয়ে নিয়ে শুরু করবো।
আমরা সবকিছু গুছিয়ে নিয়ে করবো।
সামনের মাসেই শুরু করবো।
এইতো ঈদের পরে একবারে করবো।
বাচ্চার পরীক্ষা শেষ হলেই শুরু করবো।
১ তারিখ থেকে শুরু করবো।
এইগুলাই আমাদের পিছিয়ে দিচ্ছে নিয়মিত অথচ আমরা ব্যাস্ত আছি এই মরীচিকা নিয়েই।
Newsletter Updates
Enter your email address below and subscribe to our newsletter