হয়তো একটু দেরি হবে,কিন্তু সফলতা আসবেই,যদি আপনার মাঝে সততা থাকে। কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিন,অজুহাত দাঁড় করিয়ে সফল হওয়া যায় না। সম্মানীকে প্রকৃত সম্মান দিন,বয়সে ছোট হলেও তাহলে আওনিও সম্মান পাবেন। ফেবার পেয়ে বড় হয়ে আসলে যে অর্জন হয়,তাতে সফলতার আনন্দ খুজেঁ পাওয়া যায়না। টাকা থাকলেই আর বয়সে বড় হলেই বড় হওয়া যায়না,বড় হতে হলে ত্যাগ করা ও দ্বায়িত্ব পালন করা শিখতে হয়। বসেরা কাজ দেখিয়ে দেন,লীডাররা কাজ করে দেখান। বসেদের উপকারে এলে তাকে হাইলাইট করার অভ্যাস পৃথিবীতে পুরোনো,কিন্তু লীডারগন এসব নিয়ে ভাবেননা। লীডাররা সবাইকে একই পাল্লায় পরিমাপ করে সামনে আগাতে সুযোগ করে দেন।তাই এটা মানার ক্ষমতা না থাকলে বসের আন্ডারে কাজ করুন,লীডারের কাছে আপনার কোন লাভ নাই। Newsletter Updates Enter your email address below and subscribe to our newsletter Subscribe I accept the Privacy Policy