গ্রুপে পোস্ট করলে ব্রান্ডিং বাড়ে।অন্যের লেখা পড়লে ও কমেন্ট করলে নেটওয়ার্ক বড় হয়।নেটওয়ার্ক বড় করতে পারা এখন একটা বড় স্কিল।
আমরা এই স্কিলের গুরুত্ব দিই না।কারন,আমরা নেটওয়ার্ক ও কমিউনিটি নিয়ে জানিনা।জানার আগ্রহ ও থাকেনা।আমি আপনি কেবল জানি- হিংসামি করতে আর না বুঝে বিজনেস এর পরিবেশ নষ্ট করতে।
লেখাপড়ার গুরুত্ব আজীবনই ছিলো।তবে আমরা ছোটবেলা কাটিয়েছি- পড়ালেখা করে একটা চাকুরী করার নেশায় আর বড়বেলা কাটাচ্ছি অজুহাত দিয়ে স্বপ্ন পুরণের নেশায়।
বিজনেস করা চাকুরী করার চেয়ে অনেক বেশিই কঠিন।এই বিজনেস আর চাকুরীর ব্যবধান টা আগে জানতে হবে।নিজে কিভাবে আগানো যাবে,লক্ষ্যকে স্থির রেখে সেগুলি জানতে হবে।