সাফল্যের কোনো বয়সসীমা নেই। আপনি ১৭ হোন বা ৭০, যেই মুহূর্তে আপনি আপনার লক্ষ্যকে গুরুত্ব দিয়ে অঙ্গীকার করেন, সেই মুহূর্ত থেকেই আপনার যাত্রা শুরু হয়।
কেউ অল্প বয়সেই অসাধারণ কিছু অর্জন করে, আবার কেউ সময় নিয়ে ফুলের মতো ফুটে ওঠে।
“Just follow your process & stay focused.”