আপনি,আপনার চারিপাশে যে নিয়মের বেড়াজালে আটকে আছেন সেটি কিন্তু বানিয়েছে,আমার-আপনার মতই কেউ।সে তার সুবিধা ও জ্ঞান অনুযায়ী নিয়ম বানিয়েছে।তার নিয়মে আপনার জীবন চালানোটা সম্পূর্ণ বোকামি।
আপনার জীবন,আপনারই নিয়মে চালান।আপনাকে একধাপ এগিয়ে যেতে গেলে,আপনাকে জানতে হবে,জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।
বিভিন্ন ওয়েদার তো বিভিন্ন রকম ইচ্ছে হয় সবার।একটু শেখার ইচ্ছে কখন হয়?