ব্যাংক কিন্তু আপনার টাকাকে সুরক্ষিত করে রাখেনা।ব্যাংক এই টাকাকে সংরক্ষন করেও রাখেনা।তারা মুলত এই টাকা ইনভেস্ট করে আর সেখান থেকে লাভ বের করে নিজেকে পরিচালনা করে।
এদিকে,আমি-আপনি ভাবি টাকা ব্যাংকে থাকলে সেইফ আর ইনভেস্ট করলে লস।নষ্ট হবে,টাকার ক্ষতি হবে।
ব্যাংকে ডিপোজিট করা টাকা আপনাকে আজীবন একই অবস্থায় রাখবে আর ইনভেস্ট টা ঠিকঠাক করতে পারলে আপনি নেতৃত্ব দিবেন।