আপনি ঠিক কতটুকু সিরিয়াস 
আমরা সারাদিন ফেসবুকে আর বিভিন্ন জায়গায় পোস্টে ও আপনাদের মধ্যে অনেক না বলে বলা যায় সবাই বলেন যে, আপনি আপনার কাজ নিয়ে খুবই সিরিয়াস বা এই কাজকে ব্রান্ডে পরিণত করতে চান।
এগুলা কি আসলে কথার কথা নাকি সিরিয়াস স্বপ্নই এইটা আপনার সেটা জানতে হলে জাস্ট নিজেকে এই প্রশ্নটার উত্তর দিন-
“আপনার সন্তান কি আপনার বিজনেস সামলাবে নাকি সে বড় হয়ে সরকারি চাকুরী / ডাক্তার / ইঞ্জিনিয়ার বা অন্যকিছু হবে?”
এই প্রশ্নের উত্তর যদি হয়,আপনার সন্তান আপনার বিজনেস টা সামলাবে,তার জন্যই কিংবা বংশ পরমপরায় এটা চালিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যেই করছেন,তাহলে বলবো আপনি কাজ করুন আর নইলে এই কাজ ছেড়ে যান,আর পরিবেশ টা নষ্ট হওয়া থেকে সবাইকে মুক্তি দিন।
যার নিজের সন্তানকেই সে উদ্যোক্তার পর্যায়ে দেখতে চাইনা, তার কাছ থেকে এই সেক্টরের ভালো কিছুই আশা করা যায়না।
সন্তান বড় হয়ে ক্যারি করবে কিনা সেটা আলাদা ব্যাপার বাট আপনার মধ্যে সেই স্বপ্নটা না থাকলে আপনাকে আমি চার আনাও মুল্যায়ন করার যোগ্য বলে ভাবলামই না ইভেন সেই কাতারেই রাখলাম না।
আগে নিজের প্রশ্নের উত্তর টাই দিন নিজেকে।