
অসফল লোকজনের সবচেয়ে বড় সমস্যা – দেরিতে সিদ্ধান্ত

“Successful people make decisions quickly and change them slowly if at all.”

আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তো?
যারা জীবনে বড় কিছু করতে পারে না,
তাদের একটা সাধারণ সমস্যা থাকে—

সিদ্ধান্ত নিতে অনেক সময় নেয়,

অন্যের কথা শুনে সিদ্ধান্ত বদলায়,

সুযোগ সামনে এলেও ভয় পায়।
এভাবে দেরি করতে করতে সুযোগ হাতছাড়া হয়ে যায়।
আর সফল মানুষ?
তারা দ্রুত সিদ্ধান্ত নেয়,
নিজের উপর বিশ্বাস রাখে,
আর সিদ্ধান্তে অটল থাকে।

বাস্তব গল্প – Napoleon Hill-এর গবেষণায়:
Napoleon Hill তার ২৫ বছর গবেষণায় দেখেছেন,
বিশ্বের প্রায় সব সফল উদ্যোক্তা, নেতা ও ধনীরা
দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলেছেন।
এ কারণেই তারা সুযোগ চিনতে পারে, কাজে লাগাতে পারে।
আর যারা দেরি করে, তারা আজীবন সুযোগের পেছনে ছোটে।

আপনাকে যা করতে হবে:

নিজের লক্ষ্য স্পষ্ট করুন।

তথ্য সংগ্রহ করুন।

দ্রুত সিদ্ধান্ত নিন।

সিদ্ধান্ত বদলাবেন না অন্যের নেতিবাচক কথায়।

ICT Care Action Point – আজকের কাজ:
আজ এমন একটা জায়গা ঠিক করুন,যেখানে আপনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন।
নিজেকে জিজ্ঞাসা করুন:
“কেন দেরি করছি?”
“তথ্য নিয়ে সাহস করে আজই সিদ্ধান্ত নিন।সফল হওয়ার পথ এখান থেকেই শুরু।”

মনে রাখুন:
“জীবনে অনেক সময় দ্বিতীয় সুযোগ আসে না।তাই সুযোগ আসলে দেরি না করে সিদ্ধান্ত নিন।”