Speak only when It’s time to say checkmate.”

“Speak only when It’s time to say checkmate.”
সবাই কথা বলে। কেউ বোঝাতে, কেউ প্রমাণ করতে, কেউ স্রেফ শোরগোল তুলতে। কিন্তু যারা সত্যিকার অর্থে খেলতে জানে, তারা অপেক্ষা করে — সঠিক সময়ের জন্য। কারণ তারা জানে, সময়ের আগের শব্দ শুধু নিজের পরিকল্পনা ফাঁস করে।
নিজের পরিকল্পনা গোপন রাখুন।নীরব থেকে শিখুন, বুঝুন, প্রস্তুত হন। আর যখন সময় আসবে — শুধু একটাই কথা বলুন, Checkmate!
Remember, the loudest in the room is rarely the strongest.
🖤 Silence isn’t weakness, it’s strategy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *