“Speak only when It’s time to say checkmate.”
সবাই কথা বলে। কেউ বোঝাতে, কেউ প্রমাণ করতে, কেউ স্রেফ শোরগোল তুলতে। কিন্তু যারা সত্যিকার অর্থে খেলতে জানে, তারা অপেক্ষা করে — সঠিক সময়ের জন্য। কারণ তারা জানে, সময়ের আগের শব্দ শুধু নিজের পরিকল্পনা ফাঁস করে।
নিজের পরিকল্পনা গোপন রাখুন।নীরব থেকে শিখুন, বুঝুন, প্রস্তুত হন। আর যখন সময় আসবে — শুধু একটাই কথা বলুন, Checkmate!
Remember, the loudest in the room is rarely the strongest.

Silence isn’t weakness, it’s strategy.