জীবনে কাজে লাগবে এমন ১৫টি বাস্তব স্কিল

এগুলো শুধু স্কিল না, বরং জীবন গড়ার অস্ত্র। প্রতিটা মানুষ—ছাত্র, পেশাজীবী, উদ্যোক্তা বা গৃহিণী—এই স্কিলগুলো জানলে জীবনের অনেক ঝামেলা সহজ হয়ে যাবে।
1️⃣ ড্রাইভিং শেখা (গাড়ি/বাইক)।
2️⃣ সাঁতার শেখা।
3️⃣ বাজেট তৈরি ও সঞ্চয়ের অভ্যাস।
4️⃣ ব্যাংকিং (অ্যাকাউন্ট খোলা, চেক লেখা, এটিএম ব্যবহার)।
5️⃣ মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি)।
6️⃣ সড়ক নিরাপত্তা ও ট্রাফিক রুল জানা।
7️⃣ সাইকেল মেরামতের বেসিক ধারণা।
8️⃣ নিজে রান্না করতে পারা (বেসিক কুকিং)।
9️⃣ ডিজিটাল টুলে দক্ষতা (Google Tools, Zoom, Canva)
🔟 টাইপিং দক্ষতা (বাংলা/ইংরেজি)।
1️⃣1️⃣ বেসিক ভিডিও/ফটো এডিটিং (CapCut, VN, Canva)।
1️⃣2️⃣ পাবলিক স্পিকিং বা আত্মবিশ্বাস নিয়ে কথা বলা।
1️⃣3️⃣ দর কষাকষি ও নেগোশিয়েশন স্কিল।
1️⃣4️⃣ মানসিক চাপ ব্যবস্থাপনা ও মাইন্ডফুলনেস।
1️⃣5️⃣ প্রাথমিক চিকিৎসা (First Aid) জানার দক্ষতা।
💡 মনে রাখুন: আজ যে স্কিলটি আপনি শিখছেন, কাল সেটিই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *