বেসিক জিনিসগুলিতে ফোকাস করা
১. গল্প বলা- আমরা অনেকেই আছি, খুব সুন্দর করে Powerpoint Presentation কিংবা ওয়েবসাইট কিংবা একটা মোশন ভিডিও বানাতে পারি অথচ আমরা নিজেকে নিয়ে এক মিনিটের মধ্যে একটা সুন্দর গল্প বলতে পারিনা।
যে ব্যাক্তি নিজের গল্প বলতে পারেনা,সে অন্য কারো গল্পকে সুন্দর করে উপস্থাপন করার মত আত্নবিশ্বাস কি পাবে?
এই একটা কনফিডেন্সের ঘাটতি আমাদেরকে পিছিয়ে দিচ্ছে অনেক দূর।
২. অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়া- যেকোন নতুন পরিবেশে গেলেই মুলত এই ব্যাপার টা ফুটে ওঠে ম্যাক্সিমাম মানুষের মধ্যে।এখানে অনেক কনফিডেন্স ওয়ালা ব্যাক্তিও ঘাবড়ে যায় কারন, সে এই কমিউনিকেশন স্কিল টা রপ্ত করতে পারেনাই।
ভেবে দেখুন,আপনি নতুন চাকুরীতে জয়েন করেছেন।আপনার কাছে সবাই অচেনা,এমন সিচুয়েশনে আপনার ঐ অপরিচিত মানুষের সাথে পরিচিত হয়ে কনফিডেন্সের সাথে চলার স্কিলটা অনেক কাজে দিবে।
৩. নেগোসিয়েশন স্কিল- যেকোন কাজের মধ্যেই এই স্কিলটা থাকা লাগে।আপনি চাকুরী করেন বা ব্যাবসা করেন, মুলত আপনার কাজ একই।
ব্যাবসা করলে আপনি আপনার নিজের বিজনেস কে এগিয়ে নিতে নেগোসিয়েশন করছেন,আর চাকুরী করলে আপনি আপনার বসের বিজনেস কে এগিয়ে নিতে কাজ করছেন।
জীবনের সব পর্যায়েই আপনাকে-আমাকে দামাদামি করতেই হয়।কারন,দামাদামি না করা ছাড়া আমাদের আসলে আর উপায় ও থাকেনা।