“মানুষ লোগোর আগে মুখে বিশ্বাস করে। তাই নিজেকে সামনে আনুন।”
ব্র্যান্ড মানে শুধু একটা লোগো না।একটা লোগো তখনই বিশ্বাসযোগ্য হয়, যখন তার পেছনে একটা “মানুষ” থাকে।

মানুষ সম্পর্ক তৈরি করে মানুষের সাথে,
না যে লোগোটা ঘুরে ঘুরে দেখছে,না যে কালার কোড বা টাইপোগ্রাফিতে সৌন্দর্য লুকিয়ে আছে।

আপনি নিজে যদি সামনে না আসেন —
আপনার কণ্ঠ, গল্প, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ যদি না উঠে আসে —
তাহলে ব্র্যান্ডটা রোবটের মতো হয়ে যায়। প্রাণহীন, অনুভূতিহীন।
“People trust faces before they trust logos. Show up.”
নিজেকে লুকিয়ে রাখবেন না।আপনার উপস্থিতিই হতে পারে ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি।