Business Branding Tips – 08

“শুরু’র জন্য না, গন্তব্যের জন্য ব্র্যান্ডিং করুন।”
অনেকেই ব্র্যান্ডিং শুরু করেন যেখানে তারা এখন আছেন, সেটা মাথায় রেখে।
তাতে কি হয়? বর্তমানটাই বন্দি হয়ে যায়। ভবিষ্যৎটা ধোঁয়াশা থেকে যায়।
💡 কিন্তু আসল ব্র্যান্ডিং শুরু হওয়া উচিত সেই জায়গা থেকে, যেখানে আপনি যেতে চান।আপনার ভিশন, আপনার লক্ষ্যে পৌঁছানোর পথটাই হওয়া উচিত আপনার ব্র্যান্ডের ছাপ।
🔍 আজ আপনি হয়তো ছোট, নতুন, সীমিত।কিন্তু যদি আপনি আগামীর জন্য ব্র্যান্ড করেন,তাহলে মানুষ আপনাকে দেখবে আপনি যেখানে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে।
👉 মনে রাখুন:
“Don’t brand for now. Brand for where you are going.”
“নিজের বর্তমান অবস্থান নয়, ভাবুন আপনি কোথায় যেতে চান।ব্র্যান্ড হোক সেই ভবিষ্যতের প্রতিবিম্ব – যেটা আপনি গড়ে তুলছেন।”

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *