“শুরু’র জন্য না, গন্তব্যের জন্য ব্র্যান্ডিং করুন।”
অনেকেই ব্র্যান্ডিং শুরু করেন যেখানে তারা এখন আছেন, সেটা মাথায় রেখে।
তাতে কি হয়? বর্তমানটাই বন্দি হয়ে যায়। ভবিষ্যৎটা ধোঁয়াশা থেকে যায়।

কিন্তু আসল ব্র্যান্ডিং শুরু হওয়া উচিত সেই জায়গা থেকে, যেখানে আপনি যেতে চান।আপনার ভিশন, আপনার লক্ষ্যে পৌঁছানোর পথটাই হওয়া উচিত আপনার ব্র্যান্ডের ছাপ।

আজ আপনি হয়তো ছোট, নতুন, সীমিত।কিন্তু যদি আপনি আগামীর জন্য ব্র্যান্ড করেন,তাহলে মানুষ আপনাকে দেখবে আপনি যেখানে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে।

মনে রাখুন:
“Don’t brand for now. Brand for where you are going.”
“নিজের বর্তমান অবস্থান নয়, ভাবুন আপনি কোথায় যেতে চান।ব্র্যান্ড হোক সেই ভবিষ্যতের প্রতিবিম্ব – যেটা আপনি গড়ে তুলছেন।”