নিজেকে ম্যানেজ করো, দুনিয়া আপনাকে ম্যানেজ করবে।

“Self-discipline begins with the mastery of your thoughts. If you don’t control what you think, you can’t control what you do.”

আপনি কি সত্যিই নিজের সময়, আবেগ, চিন্তা আর অভ্যাসের উপর নিয়ন্ত্রণ রাখেন?
Napoleon Hill বারবার বলছেন—

সফলতার মূল চাবিকাঠি হচ্ছে Self-Management,

এবং এটা শুরু হয় নিজের মনকে ম্যানেজ করার মাধ্যমে।
যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন,
তাহলে বাইরের কিছুই আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন না।

বাস্তব গল্প – বড় উদ্যোক্তারা যা করেন:
Steve Jobs হোক কিংবা Warren Buffett—
তারা সবাই তাদের প্রতিদিনের জীবন একেকটা নিখুঁত রুটিনের মধ্য দিয়ে চালাতেন।

সময়ের সদ্ব্যবহার।

অগ্রাধিকার নির্ধারণ।

distraction থেকে মুক্ত থাকা।

নিজেকে প্রতিদিন নতুনভাবে গড়ার চর্চা।

নিজেকে ম্যানেজ করতে ৩টি গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে তুলুন:
1.

Time Discipline – কাজের সময় ঠিক রাখুন, সোশ্যাল মিডিয়া নয়।
2.

Mind Discipline – আবেগ নয়, যুক্তির উপর ভরসা করুন।
3.

Goal Discipline – প্রতিদিন অন্তত ১টি কাজ করুন যা আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে।

ICT Care Action Point – আজকের জন্য কাজ:

আজ রাতেই নিজের আগামীকালকে প্ল্যান করুন:
– কাল কী কী কাজ করবেন।
– কোন সময় কোন কাজ।
– কোন কাজটি আপনার স্বপ্নপূরণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রাতেই প্ল্যান করলে সকালটা হয় লক্ষ্যভিত্তিক।

মনে রাখুন:
“নিজেকে গড়ার মানুষদেরই দুনিয়া একদিন অনুসরণ করে।
তুমি যদি নিজেকে ম্যানেজ করতে পারো,এই দুনিয়া তোমার পথেই হাঁটবে।”