ব্যবসায়ীরা কোথায় আটকে যায় বলেন তো?

১. এত ভালো প্রোডাক্ট / সার্ভিস আমার।তবু কেন সেল হচ্ছেন?
উত্তর- এটা আপনার ধারনা হলে হবেনা।এটা হতে হবে সকল গ্রাহকের ধারনা।
২. এত টাকা খরচ করি তবুও মার্কেটিং থেকে প্রফিট কেন আসছেনা?
উত্তর- মার্কেটিং মানেই সেল না।এটাকে জানতে হবে এবং বুঝতে হবে।
৩. লেখাপড়া করাটাই কষ্টের।
উত্তর- তাহলে লস হওয়া সহজ আর ফেইলিউর হওয়াটাও খুব সহজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *