নিজেকে বদলে দিতে পারলে,দুনিয়াও বদলে যায়

“You can’t change the world without changing yourself first.”

পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়।
অনেকে ভাবে:

“সবাই বদলাক”,

“পরিবেশ ঠিক হলে আমি করব”,

“পরিস্থিতি ভালো হলে আমি সফল হব।”
কিন্তু আসল সত্যি হলো—

আপনি বদলালেই পরিস্থিতি বদলায়।

আপনি বদলালেই সুযোগ তৈরি হয়।

গল্প – মো; সৌভিকুর রহমান (ICT CARE)
একজন শিক্ষক ছিলেন, স্বপ্ন ছিল দেশের SME দের পাশে দাঁড়াবেন। চাইলেই পারতেন সেই চাকরিটাতেই থেকে যেতে।
কিন্তু তিনি নিজেকে বদলালেন—

চিন্তার জায়গা,

দক্ষতার জায়গা,

উদ্যোগের জায়গা।
ফলাফল?
ICT CARE এখন দেশের উদ্যোক্তা বান্ধব আইটি ফার্মগুলোর প্রথম সারিতে।

আপনি কীভাবে নিজেকে বদলাতে পারেন?
1.

নিজের চিন্তাধারা পাল্টান
– সমস্যা নয়, সমাধান ভাবুন।
2.

নতুন দক্ষতা শিখুন
– সময় নষ্ট নয়, স্কিল বিল্ড করুন।
3.

আত্মবিশ্বাস বাড়ান
– আপনি পারবেন, কারণ আপনি চাইছেন।

ICT Care Action Point – আজকের জন্য কাজ:

আজ একটি আয়না সামনে নিয়ে দাঁড়ান।
নিজেকে জিজ্ঞেস করুন:
“আমি কি নিজেকে প্রতিদিন ১% করে ভালো করছি?”

না হলে আজ থেকেই শুরু করুন।

মনে রাখবেন:
“আপনার ভেতরের পরিবর্তনই বাইরের সাফল্যের রূপকার।”