
সাফল্য পেছনে ছোটে না, সঠিক প্রস্তুতির পেছনে ছোটে

“Success always comes when preparation meets opportunity.”

**অনেকেই ভাবে— ‘ভাগ্য ভালো থাকলে সব ঠিক হয়ে যাবে।’
কিন্তু বাস্তবতা হলো —**

ভাগ্য নয়, প্রস্তুতি সবকিছু ঠিক করে।

সুযোগ সবসময় আসে, কিন্তু প্রস্তুত না থাকলে আপনি সেটা ধরতে পারবেন না।

বাস্তব গল্প – Oprah Winfrey
Oprah ছিলেন দরিদ্র, কালো, গ্রাম্য এক মেয়ে।তবে তিনি নিজের কথা বলার দক্ষতা, জ্ঞান, আত্মবিশ্বাস— প্রতিদিন তৈরি করতেন।
একসময় যখন একটি টিভি শোতে হোস্টের দরকার পড়ল,
Oprah ছিলেন পুরোপুরি প্রস্তুত।তিনি শুধু সুযোগটা পেলেন, বাকিটা ইতিহাস!

মানুষ দেখে তার ভাগ্য, কিন্তু আসলে সেটা ছিল তার প্রস্তুতির ফল।

প্রশ্ন করুন নিজেকে – আপনি কতটা প্রস্তুত?
– আপনি কি আজ নিজের স্কিল বাড়াচ্ছেন?
– আপনি কি নিজের লক্ষ্য অনুযায়ী পড়াশোনা করছেন?
– আপনি কি সুযোগ আসলে সেটা গ্রহণ করার মতো রেডি?
যদি না হন, তবে সুযোগ এলেও সেটা আপনার নয়।

প্রস্তুতির ৩টি ধাপ:
1.

লক্ষ্য নির্ধারণ: আপনি কী হতে চান? কোথায় পৌঁছাতে চান?
2.

শিখুন প্রতিদিন: সময় নষ্ট নয়, জ্ঞান অর্জন করুন
3.

চর্চা করুন: শুধু শেখা নয়, প্রতিদিন প্র্যাকটিস করুন

ICT Care Action Point – আজকের জন্য কাজ:

আজ নিজের একটি বড় স্বপ্ন লিখুন।
তারপর ভাবুন— **“আমি কী কী পারি?” আর “আর কী শিখতে হবে?”

একটি প্রস্তুতির তালিকা তৈরি করুন

প্রতিদিন অন্তত ৩০ মিনিট সেই প্রস্তুতির জন্য দিন

মনে রাখুন:
“সফলতা কারো পেছনে ছোটে না।সে অপেক্ষা করে— কে তৈরি, কে সিরিয়াস, কে লেগে আছে।”