চলুন তো এবার উঁকি দিই সেই জায়গায়—যেখানে বোঝা যাবে, এত বছর স্কুলে পড়েও আমরা কেন টাকার কিছুই ঠিকভাবে শিখি না!
পর্ব ৫: স্কুল আমাদের ধনী হতে শেখায় না—শেখায় চাকরি খুঁজতে!

গল্পটা শুরু হয় এক বেদনাদায়ক উপলব্ধি দিয়ে…
রবার্টের Poor Dad ছিলেন highly educated—ডিগ্রি, ভালো চাকরি, সরকারি পদ—সবকিছু ছিল।কিন্তু জীবনের শেষ দিকে তিনি পড়ে গেলেন আর্থিক সংকটে।
অন্যদিকে Rich Dad-এর কলেজ ডিগ্রি ছিল না,তবুও তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী ও বিনিয়োগকারী।
রবার্ট বুঝলেন—
স্কুল আমাদের শেখায় কীভাবে একজন ভালো কর্মচারী হওয়া যায়,কিন্তু শেখায় না কীভাবে টাকার স্বাধীনতা অর্জন করা যায়।
নিয়ম মেনে চলা,ভালো গ্রেড তোলা,নিরাপদ চাকরি খোঁজা।আর বাংলাদেশে সেটা হলো A+ পাওয়া।
কিন্তু বাস্তব জীবনে দরকার—
টাকা পরিচালনার কৌশল, ঝুঁকি নেওয়ার সাহস, ইনকাম সোর্স তৈরি করার ক্ষমতা।
স্কুল শেখায়—”ভুল কোরো না”
Rich Dad শেখান—”ভুল করো, শিখো, আবার চেষ্টা করো!”

মূল শিক্ষা (Key Lessons):

স্কুলের শিক্ষা = একাডেমিক বুদ্ধিমত্তা।

সফলতা requires = আর্থিক বুদ্ধিমত্তা + বাস্তব অভিজ্ঞতা।

যদি ধনী হতে চান, তবে স্কুলের বাইরে গিয়ে শিখতে হবে টাকা, ইনভেস্টমেন্ট, ব্যবসা, সেলস।