Rich Dad, Poor Dad – ৪র্থ পর্ব

পর্ব ৪: অর্থের খেলায় জিততে হলে, আগে বুঝতে হবে টাকার গেম প্লেটাকে ঠিকঠাক।
📖 গল্পটা শুরু হয় এক “অদৃশ্য খেলা” দিয়ে…
Rich Dad একদিন রবার্টকে বলেন—
“অধিকাংশ মানুষ জানেই না যে তারা একটা খেলার মধ্যে আছে—টাকার খেলা।আর তারা এই খেলাতে হেরে যায় কারণ তারা নিয়ম জানে না।”
রবার্ট জানতে চায়—“নিয়মটা কী?”
Rich Dad বলেন—
“ধনীরা শেখে কীভাবে টাকা তৈরি করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, আর বাড়াতে হয়।অন্যদিকে দরিদ্র ও মধ্যবিত্তরা শুধু শেখে কীভাবে টাকা খরচ করতে হয়।”
📉 দরিদ্ররা মাসে টাকা পায় → খরচ করে দেয় → আবার অপেক্ষা করে পরের মাসের বেতনের।
📈 ধনীরা মাসে টাকা পায় → তার একটা অংশ ইনভেস্ট করে → ইনভেস্টমেন্ট ইনকাম তৈরি করে → সে ইনকাম আবার নতুন অ্যাসেটে রূপ নেয়।
এটাই “Money works for them” ভাবনার বাস্তব রূপ।
Rich Dad এক কথায় বলে ফেলেন—
“If you don’t learn how money works, you’ll spend your life working for it.”
🔍 মূল শিক্ষা (Key Lessons):
✅ টাকা নিয়ন্ত্রণ না শিখলে, সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে
✅ শুধু আয় করলেই হবে না—টাকার ফ্লো বোঝা, ধরে রাখা ও বাড়ানো শিখতে হবে।
✅ আর্থিক বুদ্ধিমত্তা (Financial Intelligence) গড়ে তুলুন—এটাই সবার আগে দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *