পর্ব ৩: ধনীরা সম্পদ কেনে, দরিদ্ররা দায় বাড়ায়!

গল্পটা শুরু হয় এক সহজ প্রশ্ন দিয়ে…
Rich Dad রবার্টকে একটা প্রশ্ন করেন—
“তুমি জানো, অ্যাসেট (Asset) আর লাইয়াবিলিটি (Liability) কী জিনিস?”
রবার্ট বলে—”হ্যাঁ! অ্যাসেট মানে মূল্যবান কিছু, আর লাইয়াবিলিটি মানে দায়।”
Rich Dad হেসে বলেন:
“তুমি যা বুঝেছো, তা বইয়ের ভাষা। কিন্তু বাস্তব জীবনে এর মানে ভিন্ন।”

তাঁর ব্যাখ্যাটা ছিল খুব সহজ:

Asset = যেটা তোমার পকেটে টাকা ঢোকায়।

Liability = যেটা তোমার পকেট থেকে টাকা বের করে।
তারপর রবার্টের চোখ খুলে গেল…

বাড়ি কেনা কি অ্যাসেট?
Rich Dad বলেন—না, যদি সেটা তোমার ইনকাম না বাড়ায়। বরং সেটার মেইনটেনেন্স, লোন ইন্টারেস্ট, ট্যাক্স—এসব তো ব্যয়ই বাড়ায়!

গাড়ি, লোন, বিলাসী পণ্য—সবই লাইয়াবিলিটি, যদি এগুলো ইনকাম না আনে।
Rich Dad বলেন—
“ধনীরা আগে অ্যাসেট কেনে, দরিদ্ররা আগে দায় কিনে!”

মূল শিক্ষা (Key Lessons):

ধনী হওয়ার মূল কৌশল হলো—অ্যাসেট তৈরি করা।

ইনকাম বাড়ায় এমন জিনিসেই ইনভেস্ট করুন (যেমন: রেন্টাল প্রপার্টি, ব্যবসা, স্টক, রাইটস, ব্র্যান্ড)।

জীবনের প্রতিটি সিদ্ধান্ত—অ্যাসেট বাড়াচ্ছে না কমাচ্ছে—এই দৃষ্টিতে দেখুন।
আজ যদি আপনি,আপনার আর্থিক অবস্থা বিশ্লেষণ করেন— আপনার কাছে কি বেশি আছে?