পর্ব ২: টাকার জন্য কাজ নয়, শেখার জন্য কাজ করুন।
গল্পটি শুরু হয় ৯ বছর বয়সী রবার্ট ও তার বন্ধুর সঙ্গে।
দুজনেই ধনী হতে চায়।তাদেরকে Rich Dad বলেন —
“তোমরা ধনী হতে চাও? তাহলে কাজ শেখো, কিন্তু টাকার জন্য নয়।”
তিনি তাদের প্রতি সপ্তাহে কাজ দেন—তবে নামমাত্র একটা মজুরিতে।
প্রথম কয়েক সপ্তাহ পরেই রবার্ট বিরক্ত হয়ে যায়।সে ভাবে, “এত কম টাকায় কাজ করব কেন?”
তখন Rich Dad বলেন:
“এটাই বাস্তব জীবন। বেশিরভাগ মানুষ অল্প টাকার জন্য সারাজীবন পরিশ্রম করে যায়, কিন্তু শেখে না কীভাবে টাকা কাজ করায়।”
“টাকার পিছনে ছুটে বেড়ালে তুমি সারাজীবন দাস হয়ে থাকবে। শেখার জন্য কাজ করলে, তুমি একদিন টাকার মালিক হবে।”
এই শিক্ষাটা রবার্টের চিন্তাধারাকে বদলে দেয়।

মূল শিক্ষা (Key Lessons):

চাকরি করুন শেখার জন্য, শুধুমাত্র বেতন পাওয়ার জন্য নয়।

নিজের স্কিল ডেভেলপ করুন—বিশেষ করে বিক্রয়, ব্যবস্থাপনা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা।

টাকার জন্য কাজ করলে আপনি কেবল “সারভাইভ” করবেন। শেখার জন্য কাজ করলে আপনি “গ্রো” করবেন।