অপরিচিত মানুষেরাই আপনার বিজনেস টিকিয়ে রাখে
আপনি যদি খুব খেয়াল করে দেখেন,তাহলে আপনার গুটিকয়েক পরিচিত মানুষই কেবল আপনার বিজনেস কে সমর্থন করবে কিংবা আপনার কাছ থেকে কোন প্রোডাক্ট / সার্ভিস ক্রয় করতে চাইবে।
এই পরিচিতজনদের মধ্যে আবার কেনাকাটা করার আগে বা পরে চলে “ডিসকাউন্ট” নামক সোনার হরিণ পাবার হিড়িক।
অথচ আপনি যাদেরকে চিনেন না,জানেন না তারাই এসে আপনার প্রোডাক্ট / সার্ভিস ক্রয় করবে এবং ঐ বিজনেস কে বাঁচিয়ে রাখবে।
তাই এটা বলাই যাই যে,অপরিচিতরাই ব্যবসাকে বড় করে আর রানিং করতে সাহায্য করে।