❝ ভুল করুন। কারণ, তাতেই আপনার মূল্য বাড়ে। ❞
ঝে মাঝে ভুল বলুন, না হলে কেউ বুঝবে না আপনার কথার মূল্য। মানুষ আপনার কথা শুনছে কিনা, সেটা জানা দরকার। আর তাই, ভুল লিখে বা ভুল বলে আপনি তাদের মনে ঝড় তোলেন।
এই অনলাইনেই দেখেন অনেক মানুষ আছে,যারা আজীবন প্রতিজ্ঞা করে রেখেছে, আপনার কোন পোষ্টে কমেন্ট করবেনা কিন্তু আপনাকে দূর থেকে অবলোকন করছে আপনাকে আর আশায় আছে কবে ভুল করবেন।
তাই আপনার একটা ভুল পোষ্ট পেলেই দেখবেন মন্তব্যের ঘরে তাকে।আপনি ভুল করেছেন এটা ম্যাটার না,ম্যাটার হলো-আপনি জিতেছেন। তবে মনে রাখতে হবে, সব কিছুতেই যেন স্বাভাবিকতা থাকে, তখনই মানুষের মনোযোগ জোগাড় হবে সত্যিই।