আমাকে ৭ দিন দেন,আমি আপনার ধারনা বদলে দিব আর আপনি ৭ দিন পর এসে ধন্যবাদ দিয়েন।
আমি সব সময় বলি,আমার প্রিয় কোটেশনগুলির একটা হলো – “Time is Money.”
সময় এমন একটা জিনিস যেটাকে আপনি টাকা দিয়ে কিনে আবার ব্যাক করাতে পারবেন না।তবে এটিকে কাজে লাগাতে পারলে আপনি হারিয়ে যাওয়া সময় নিয়ে আর আক্ষেপ করবেন না।
যেহেতু Time Is Money আর সেই কারনেই আমি বলি – ফ্রিতে কাউকে প্রফেশনালি সময় দেয়া বন্ধ করুন।
কর্পোরেট জগতে আরও একটি সুন্দর কথা হলো-
“If you are good at something, don’t do that freely.”
যদি আপনি কোন কাজ ভালো পারেন আর সেটা যদি ফ্রীতে করতে থাকেন,তাহলে একদিন আপনাকে এই কারনেই অন্যের কাছে সাহায্য চাইতে হবে।
আপনি সফল হতে চান,আবার নিজে ফ্রীতে টাইম দিতে থাকবেন আর যে কাজ ভালো পারেন সেটা ফ্রীতে করতে থাকবেন।তাহলে সফলতা এসে ধরা দিবে বলে মনে করেন?
যদি এই ধারনা থাকে,তাহলে আপনার চেয়ে গাধাকেও আমি বুদ্ধিমান বলে মনে করি।
আজকেই লিস্ট করুন-
আমি সারাদিনে যা যা করি তার মধ্যে আমার Need আর Want কোনটা কোনটা।
Need – আপনার যেগুলি করাই লাগবে সেগুকিকে স্থান দিন এই তালিকায়।
Want – নিয়মিত করি কিন্তু গুরুত্ব কতটা সেটা বোঝার জন্য আগামী ৭ দিন করবোনা।দেখি সেটা বাদ দিয়ে ৭ দিন কেমন যাচ্ছে।
লিস্ট রেডি করুন আর দেখুন সময় কিভাবে বের হয়।ঐ সময়কে কাজে লাগান।
এক্সট্রা টাইম যেটা অপচয় করতেন ঐ সময়ে-
১. Self Development Book পড়েন বা আর্টিকেল।
২. নিজের নেটওয়ার্ক ঠিক করেন।
৩. কি শিখলেন নোট করেন।
এক সপ্তাহ হলে আমাকে নক করেন আর এরপর সেটা ৩০ দিন আর ৩০ দিন থেকে ৩৬৫ দিন করেন।
Your life will be changed & you will be more successful in life.