অনেক কাজ ফেলে রেখে এই কন্টেন্ট টা লেখার জিদ চাপলো তাই না লিখে পারলাম না।
একটা কেস স্ট্যাডি করে দিয়েছিলাম মুলত Meta এর পেইড মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে সেখানে একটা কমেন্ট চোখে পড়লো- আমার ১০+ বছরের বিজনেস,পেইড মার্কেটিং ছাড়াই সেল আছে।
আপনাকে অভিনন্দন জানাচ্ছি শুরুতেই পাশাপাশি এই নিচের লেখাটা একটু দেখে আপনি সিধান্ত নিবেন যে, আপনার কাজের অবস্থান কোথায়?
বাংলাদেশে SME চালু হয় ২০০৭ সালে আর ই-কমার্স নিয়ে এদেশে মোটামুটি একটু প্রচার-প্রচারণা চালু হয় ২০১২ এর দিকে।
২০১৩-১৪ এর সময় থেকে আমার মত যারা এইগুলা নিয়ে ঘাঁটাঘাঁটি করা শুরু করেছেন,তারা জানেন যে, এই সেক্টরের অবস্থা কেমন ছিলো।
অনলাইনে তাই কারো ব্যবসা ১০ বছর শুনলে একটু অবাক লাগে।আমার লেখা ই-কমার্স এন্ড CMS বইটা যখন লিখি,তখন কোন সোর্স পাচ্ছিলাম না এই টপিকে লেখার মত বাংলাতে।
আমার ICT CARE তৈরির এক বছর পর E-cab হয়।তাহলে একটু ভেবে দেখা ভালো যে,আমাদের জ্ঞান যে খুবই সামান্য লেভেলে সেটা ভাবা অন্যায় হবে আপনার।
কারো বিজনেস অনলাইনে হোক আর অফলাইনে হোক, সেটা ভালো গেলেই ভালো।সেটা তার জন্য এবং তার পরিবার,সমাজ ও গোটা দেশের জন্যই।তাই আমি ব্যক্তিগতভাবে সব সময় চাই এই ইন্ডাস্ট্রি চলুক তার আপন মহিমায়।
আপনার ব্যবসা ১০+ বছর হোক আর মাসে ১ কোটি টাকা সেল হোক কিংবা ১০০+ বছর হোক আর ডেইলি সেলস টা ১ কোটি হোক সেটা নিয়ে সাধারণ হিসাবে আমার কোন মাথাব্যাথা নাই।
আমার প্রশ্ন হলো- যারা বলেন আমার অর্গানিক সেল অনেক। আমার বিজনেস অনেক ভালো চলে।তাদের কি বিজনেস টা প্রপার বিজনেস?
১. আপনার সন্তান আপনার ব্যবসা ক্যারি করবে?
২. আপনি কি আপনার সন্তানকে ঐ প্রতিষ্ঠানের জন্য রেডি করছেন?
৩. আপনার সেল কি আপনার উপকার মেটাচ্ছে নাকি সবার?
৪. আপনার বিজনেস কি কর্মসংস্থান তৈরি করছে?
৫. আপনি কি সমাজ,দেশ ও জাতির জন্য ভাবছেন নাকি কেবলই আপনার জীবন চালাতে পারলেই সেটা নিয়ে সফল বলছেন?
যদি সব উত্তর আপনার নিজকেন্দ্রিক হয়,তাহলে প্লিজ পাবলিক প্লেসে এইটা বইলেন না যে,আমার বিজনেস পেইড মার্কেটিং ছাড়াই বড় হয়েছে বা সেল অনেক করেছে।
Exceptional কিছু ব্যাপার থাকে,সেগুলিকে বাদ দিলে দেখবেন- পৃথিবীর সব বাঘা বাঘা, বড় বড় ব্রান্ডই মার্কেটিং আর ব্রান্ডিং করে এতদুর এসেছেন,আজকের এই অবস্থান তৈরি করেছেন।
সেখানে আপনার এমন মন্তব্য অন্যদেরকে বড় করে প্ল্যান করা আর স্বপ্ন দেখা থেকে বিরত রাখবে।এর আগে কিছু গ্রুপ লিডাররা তাদের গ্রুপ আর মগজ ধোলাই করা বিজনেস কে বাঁচাতে, সবাইকে পেইড মার্কেটিং এ নিরুৎসাহিত করতেন।
গ্রুপ বিজনেস করতে করতে ধংস্ব হয়ে গেছে অনেক উদ্যোক্তার ক্যারিয়ার,অনেকেই হারিয়েছেন পরিবার।
ব্যবসাকে ব্যবসার নজরে দেখুন।ঘরে বসে যারা কাজ করেন শুধুমাত্র পরিবারকে একটু সাপোর্ট করার জন্য, তাদের আর যারা অন্যদের জন্য দৃষ্টান্ত হতে চান, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে।
বাসায় বসে রিসেল করা আর একটা কম্পিলিট সেটাপ দিয়ে অপারেশনাল কস্ট বেয়ার করে চলার মধ্যে যে পার্থক্য আছে,সেটা ঐ চার দেয়ালের মধ্যে থেকে তো পাবেন না।
ব্যবসার নামে এই কুতকুত খেলা পাবলিকগুলিই সব সময় সব জায়গা নষ্ট করে।বাংলাদেশ পৃথিবীর প্রথম ও একমাত্র দেশ হিসাবে ব্যবসাতেও বেকারত্ব এনেছে।
আর তার ক্রেডিট তো আমি এমন সব চিন্তাধারা নিয়ে চলা পাবলিক আর ঐ সকল গ্রুপ লিডারদের দিব।
Build your business like it will create more opportunity to others.
ব্যবসা করুন কোন একটা পারপাসে,যেন কেবল নিজেকে জেতানোর জন্য না হয়ে যায়।