উদ্যোক্তাদের জন্য প্রমো ভিডিও এর জন্য ফাইনাল আপডেট

উদ্যোক্তাদের জন্য প্রমো ভিডিও এর জন্য ফাইনাল আপডেট-
আগের দুইটা পোস্টে মোটামুটি সব বিষয় ক্লিয়ার করে দিয়েছিলাম তাই যারা এই পোস্ট পড়ে বুঝবেন না তারা কষ্ট করে কমেন্টে দেয়া লিংক থেকে পড়ে নিবেন।
আমরা এই মাসেই শুট টা করার পরিকল্পনা করেছি এবং সেই হিসাবে আমরা নিম্নোক্ত প্রোডাক্টগুলি নিয়ে প্ল্যান করছি।
১. বেডসিট, পিলো কভার, পর্দা – ১ জন
২. ক্যাজুয়াল বাসায় পরার জন্য কমফোর্টেবল ড্রেস – ১ জন (সর্বোচ্চ ৫ টা ড্রেস দিতে পারবেন)।
৩. সকালে ত্বকের যত্নের জন্য একটা স্কিন কেয়ার প্রোডাক্ট – ১ জন।
৪. ফ্লোর ম্যাট ও শতরঞ্জি – ১ জন।
৫. অফিসে ক্যারি করার জন্য শাড়ি – ১ জন (১ টা)
৬. অফিসিয়ালি ইউজ করার জন্য গহনা – ১ জন।
৭. অফিসে ক্যারি করার জন্য ব্যাগ – ১ জন (৫ টা)
৮. অফিস থেকে বাসায় ফিরে কমফোর্টেবল শাড়ি – ১ জন ( ৩ টা সর্বোচ্চ )
৯. বাসায় ইউজ করার জন্য গহনা – ১ জন।
১০. পার্টিতে যাবার জন্য শাড়ি – ১ জন ( ১ টা)
১১. পার্টিতে যাবার জন্য ব্যাগ – ১ জন (৫ টা সর্বোচ্চ)
১২. পার্টিতে পরার জন্য গহনা – ১ জন।
১৩. বাসায় ইউজ করার জন্য শো পিস – ১ জন।
১৪. বাসার দেয়ালে ইউজ করার জন্য ক্যানভাস – ১ জন।
১৫. রাতে স্কিন কেয়ার প্রোডাক্ট – ১ জন
১৬. মাথার চুলের জন্য হেয়ার ওয়েল ও হেয়ার প্যাক – ১ জন
১৭. সকালের খাবার – ১ জন (Fixed)
১৮. দুপুরের খাবার – ১ জন (Fixed)
১৯. সন্ধ্যার নাস্তা – জন ( Fixed)
২০. রেডি টু কুক মাছ মাংস – ১ জন
২১. কাঁথা / কম্ফোর্টার – ১ জন
শর্তাবলি-
খাবার ছাড়া প্রোডাক্ট অবশ্যই রিটার্ন নিতে পারবেন।সেক্ষেত্রে প্রোডাক্ট পাঠানো ও প্রোডাক্ট রিটার্ন করার ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে।
সুবিধাসমুহ-
১. যারা প্রোডাক্ট পাঠাবেন তাদের প্রোডাক্টের ভিডিও এবং ফটোগ্রাফি করে দিব।
২. আমাদের পেজ থেকে ও আইডি থেকে প্রমোশন করে দিব।
৩. এডিটেড ও Raw ফাইল দেয়া হবে।Raw চাইলে আপনাকে কালেক্ট করতে হবে।
চার্জ-
প্রতিটি ভিডিও এর জন্য ৪,০০০/-
যেমন – ১ টা শাড়ির একটা ভিডিও তাহলে চার্জ আসবে ৪,০০০/-
আবার ৫ টা মিলে একটা ভিডিও হলে ৬,০০০/-
সকালে ও রাতের স্কিন কেয়ার প্রোডাক্ট আলাদা দুইটা ভিডিও তাই সেটার চার্জ – ৪,০০০*২=৮,০০০/-
যারা এই কাজে অংশ নিতে চান,তারা আমাকে ইনবক্স করে কনফার্ম করবেন এবং আমি ইনবক্সে বাকি সব প্রসেস বলে দিব আর আমাদের পেমেন্ট ডিটেইলস দিয়ে দিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *