অনলাইনে যারা প্রোডাক্ট পারচেজ করেন,এই লেখাটা তাদের সামনে পৌঁছে দিন-
অনলাইনে যারা বিজনেস করে,তাদের নিকট থেকে কোন প্রোডাক্ট/সার্ভিস নেবার ক্ষেত্রে অনেকেই আছেন যারা একেবারেই সম্মান দেখাতে চান না।আপনারা যে এই কাজটি করেন,এতে কি আপনাদের সম্মান বৃদ্ধি পায়?
অনেকেই আছেন যারা প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেন ডেলিভারি চার্জ নিয়ে।তাদের জন্যই এই লেখাটা।
১. ডেলিভারি চার্জ নেয় ডেলিভারি কোম্পানি।এটা ঐ ব্যবসায়ী নেন না যে সেটা নিয়ে দামাদামি করবেন।
২. ডেলিভারি নিবেন আপনি,এবং সেটাও আপনার সুবিধার জন্য।তাহলে কিভাবে নিবেন সেটা আপনার ব্যাপার।
৩. আজকে অর্ডার দিচ্ছেন,আর সাথে সাথেই কুয়েরী করে বসেন- কখন পাবো?
এটার সঠিক তথ্য কেবলমাত্র কুরিয়ার কোম্পানির দ্বারা দেয়া সম্বব।তবে উদ্যোক্তা কেবল আপনাকে এটা সম্পর্কে ধারনা দিতে পারেন।
৪. আপনি নিশ্চয়ই অনেক ব্যাস্ত তাই অনলাইনে পন্য কিনেন।সেখানে এমনভাবে কথা বলবেন না যেন মনে হবে- পৃথিবীর একমাত্র ব্যাস্ত মানুষ আপনি।
৫. শর্ত জুড়ে দিয়ে ডেলিভারি চাইবেন না।
যেমন – আমাকে সকালে দিবেন না,বাসার সামনে এসে ফোন দিবেন না, বিকালে ৩ টাই দিবেন।
দরকার আপনার,আর আপনাকেই তাহলে এমন সকল ডেলিভারি ইস্যু মেইনটেইন করতে হবে।ডেলিভারি কোম্পানির মালিক ঐ উদ্যোক্তা নন যে তিনি এটা এনশিউর করবেন।
আর ডেলিভারি কোম্পানি শুধু আপনার একার প্রোডাক্ট ডেলিভারি করেনা যে এই কন্ডিশন মেনে কাজ করবে তারা।
৬. আমি ১০ তলায় থাকি,আমার পার্সেল ১০ তলায় এনে দেন।এই টাইপের কথা রাইডার কে বলবেন না।
সকল উদ্যোক্তাদের পোস্টে উল্লেখ থাকে,সারাদেশে হোম ডেলিভারি সুবিধা।কেউ বলেনা যে,রুম ডেলিভারি সুবিধা।
একজন রাইডার আপনার মত এমন অন্তত ২০ টা পার্সেল নিয়ে বের হয়ে যান।তার বাইক,মালামাল ও অন্যান্য কিছুর নিরাপত্তা না দিতে পারলে কখনোই তাকে উপরে ডাকবেন না।
অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে,ওনারা চুরি করেন না।দেশের টাকা মেরে খান না।ভ্যাট-ট্যাক্স মেরে দেন না।দেশের কোন ক্ষতি করেনা বরং আমার-আপনার উপকার করেন।
তাই, এই সকল উদ্যোক্তাদের সম্মান দেখানো আপনার পারিবারিক শিক্ষা,মনুষ্যত্ব আর সত্যিকারের মানুষের পরিচায়ক।কেননা ওনারা মানুষ এবং যত ছোটই হোক না কেন, ওনারা নিজের বিজনেস নিজে রান করেন।