সেই ব্যাক্তি লিডার নন,যিনি অন্যকে সেটাই করতে বলেন যেটা তিনি নিজে এভোয়েড করে যান।
সত্যিকারের লিডার,কঠিন কাজগুলি নিজেই সামনে থেকে করতে শুরু করবেন।কঠিন কাস্টোমারদেরকে নিজে সামলাবেন এবং চ্যালেঞ্জ টা নিজেই নিবেন।
সত্যিকারের লিডার কখনো-

বিপদে মুখ লুকাবে না।

নিজের স্বার্থ্য দেখবেন না শুধু।

আপনাকে মিথ্যা আশ্বাস দিবেন না।

যৌক্তিক কথা বলবেন।

শুধু আমি-আমিতে মত্ত থাকবেন না।

শো-অফ করবেন না।

আপনার ভুলকে শুধরে দিয়ে শেখাবেন।

নিজের দক্ষতার প্রমাণ দিতে গিয়ে কাউকে ছোট করবেন না।

আপনাকে গড়ে তুলবেন কিন্তু সেটার জন্য নিজে ক্রেডিট নিবেন না।

সফলতার ক্রেডিট সবাইকে দিলেও,ব্যার্থতার দ্বায় কেবল নিজের কাঁধে নিবেন।
বাংলাদেশে এখন ফেসবুকে এড দিতে পারলেই সে হয়ে যায় মেন্টর।কোন টেকনিক্যাল নলেজ কিংবা বিজনেস নলেজ ছাড়াই হয়ে যান বিজনেস কোভ।নিজে জীবনে ব্যবসা করেন নাই কিন্তু আপনাকে তিনি ব্যবসায়ী বানিয়ে দেবার জন্য ট্রেনিং করিয়ে হয়ে যাচ্ছেন লিডার।
এত কিছুর ভীড়ে,আপনাকে বুঝতে হবে- কে লিডার আর কে খাচ্ছেন ফিডার।
চিনে কাজ না করে যদি ঠকে থাকেন আর দোষ দেন ব্রেইন ওয়াশ ও তথাকথিত লিডারের তাহলে তো সেই দ্বায় সবার আগে আপনার।