ভালো করে সবাইকে পড়ার অনুরোধ থাকলো-
আমরা ইতিমধ্যে দুইটা পোস্টে জানিয়েছিলাম আমরা আসলে উদ্যোক্তাদের জন্য কি করতে চাইছি।
সেখানে আপনাদের প্রায় ২০০ উদ্যোক্তাদের রেসপন্স, আমাকে স্বাভাবিকভাবেই আনন্দিত করেছে কিন্তু সমস্যা হচ্ছে, আপনাদের দোয়াতে আমরা এমনিতেই সারাবছর ফুল বুকড থাকি আমাদের ক্যামেরাগুলি নিয়ে তাই ইচ্ছা থাকলেও সবাইকে এই সুযোগ দেয়া সম্ভব না।
এইজন্য আমরা এই পোস্টে ক্লিয়ার করে দিচ্ছি যে,কি আমরা আপনাদেরকে অফার করবো আর সেইজন্য আপনাদের কি কি করনীয়।
আমরা যা অফার করবো-
১. প্রফেশনাল প্রোডাক্ট বেইজ একটা ভিডিও যা মুলত রিলস সাইজে হবে এবং আপনি চাইলে ভয়েস অভার দিয়ে এডিট করে দেয়া হবে।
২. ভিডিও স্ক্রিপ্ট আপনার সাথে আলোচনা করে আমরা প্রোভাইড করবো এবং স্টোরি বোর্ড ডিজাইন ও শুট এবং এডিট আমরাই করে দিব।
৩. ভিডিওতে মডেল আমরাই প্রোভাইড করবো।
৪. বিজ্ঞাপনের উপযুক্ত ভিডিও আপনাদেরকে বানিয়ে আমরা প্রোভাইড করবো যেটা দিয়ে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন।
৫. যে প্রোডাক্টগুলি আসবে সেটার ফটোগ্রাফি করে ও এডিট করে আপনাদেরকে দিয়ে দেয়া হবে Raw & edit both images.
এই টাইপের শুটে আমরা বেসিক্যালি ২০-৩০ হাজার টাকা চার্জ করি কারন যারা আমাদের কাছে কাজ করেছেন ওনারা জানেন আমরা কিভাবে এই কাজগুলি করি।
এই কাজের জন্য আমাদের যা যা লাগছে-
১. তিনজন ক্যামেরা ক্রু, একজন DOP ও একজন ডিরেক্টর সহ মোট ৫ জনের টিম।
২. মডেল ও মেকাপ আর্টিস্ট।
৩. একটা শুটিং স্পট (সুন্দর গোছালো বাসা বাড়ি)।
৪. একদিনের প্রি প্রোডাকশন প্ল্যানিং।
৮. ২০ টি রিলসের জন্য ২০ দিনের এডিটিং টাইম।
৯. একটা সম্পূর্ণ OVC প্রমোর জন্য ১৫ দিনের এডিটিং টাইম।
১০. ২০ জনের ইমেজ এডিটের জন্য ৫ দিনের টাইম।
২০ জনের সবার পুরো কাজটি করার জন্য আমাদের প্রায় ৪৫-৪৬ দিনের মত লাগবে।এই সময়ে এই ৫ জন মানুষের স্যালারি হিসাব করলে আর শুটিং এর দিনের খরচ হিসাব করলেও এটা ৩ লক্ষ টাকার মত খরচ হবে।
তবে যেহেতু আমরা চেয়েছি আপনাদেরকে প্রমোট করতে তাই আমরা সিধান্ত নিয়েছি যে,এই কাজের সব খরচই আমরা বহন করবো শুধুমাত্র আপনাদের নিকট থেকে প্রোডাক্ট নিব আর Reels & Image মিলিয়ে সবার নিকট থেকে (Reels প্রতি) ৪,০০০ করে টাকা নিব।
২০ জনের প্রোডাক্ট সর্বোচ্চ আমরা কাউন্ট করতে পারবো।তবে সেখানেও ম্যাক্সিমাম উদ্যোক্তাদের সাথে কথা হয়েই গেছে তাই স্লট আজ ও আগামীকালের মধ্যে বুক করে নিতে হবে।
১. আমরা ঠিকানা দিব সেখানে প্রোডাক্ট পাঠাবেন।
২. প্রোডাক্ট শুটের পরে খাবার ছাড়া বাকি সকল প্রোডাক্ট আপনাকে আমরা কুরিয়ারযোগে ফেরত দিয়ে দিব।
৩. প্রোডাক্ট পাঠানো ও সেটা ব্যাক নেবার কুরিয়ার চার্হ টা আপনার।
কোথায় এই ভিডিও প্রচার হবে-
১. আপনার পেজে,ইন্সটাগ্রাম ও টিকটকে আপনার লোগো সহ।
২. আমাদের পেজে, ইন্সটাগ্রাম ও টিকটকে আমাদের লোগো সহ।
৩. মডেল তার আইডি ও পেইজ থেকে পোস্ট করবে।
আমরা আপনাকে যেগুলি প্রোভাইড করবো সেগুলিতে রাজী থাকলেই আমাকে নক করবেন ও কমেন্ট করবেন।
অন্যথায় আমরা কেউ কারো সময় নষ্ট না করি।
এই ভালোবাসা ও বিশ্বাস রাখার জন্য,সকলের নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।