যারা প্রথম পর্ব পড়েন নি,তাদের জন্য বোঝা খুব টাফ হয়ে যাবে তাই আগে লিংক থেকে যেয়ে ১ম পর্ব পড়ে আসতে পারেন।
১. Name Selection – আমরা এই নাম দেয়া নিয়ে নানা ধরনের সার্কাস দেখে থাকি।কেউ পোস্ট করবে,নতুন বিজনেস শুরু করছি।কেউ একটা নাম দেন কমেন্টে।আবার কেউ নাম দেয় – জরিনার মায়ের শপ,ওমুক পরীর গল্প।
আরেহ ভাই,এটা ব্যবসা।এটা পেশাদারী জায়গা।যদি এতই সার্কাস করার ইচ্ছা থাকে তাহলে যেয়ে সার্কাস পার্টিতে যোগ দেন।
নাম সিলেকশন করার আগে মাথায় রাখতে হবে-
১. নাম যেন ৭-১৩ ক্যারেক্টারের মধ্যে হয়।
২. নামটির যেন ডোমেইন ফ্রী হয়।
৩. এক শব্দের হলে ভালো, সর্বোচ্চ ২ টা শব্দের হবে।
৪. উচ্চারণ সহজবোধ্য হতে হবে।
৫. নিজের নাম যুক্ত না করা।
কেন এগুলি তালিকায় দিলাম সেটার বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাবেন,আমি উত্তর দিয়ে দিব।
২. ডোমেইন নিবন্ধন – নাম সিলেকশন করার সময়েই আপনাকে চেক করতে হবে যে,এই নামে ডোমাইন ফ্রী আছে কিনা।যদি ব্যবসা নিয়ে বড় কোন প্ল্যান থাকে তাহলে অবশ্যই একটা ডোমেইন কিনে শুরু করার মত সাহস আপনার থাকা উচিত।আর যদি ব্যবসার নামে ফাইজলামি করেন,তাহলে এসব নিয়ে জানার দরকার নাই।
৩. প্রফেশনাল পেজ তৈরি করা – অনেকের ধারনা পেজ একটা খুলতে পারলেই হলো।ইউটিউব দেখে ১টা পেজ খুলে ফেলাটা সহজ হলেও প্রতিটা বিজনেসই আলাদা আর এখন আপডেটেড ভার্সনে পেজের কাজ বুঝে টেম্পলেট ও আলাদা সেটাপ করা যায়।
৪. পেজটা প্রফেশনালি সাজানো- একটা পেজ খুললাম আর পোস্ট দিয়ে সেল করলাম।এই ধারনা চেঞ্জ হলেও এখন মানুষ ভাবে,পেজ খুলে পোস্ট দিব আর ফেসবুক বুস্ট করলেই সেল আর সেল।
আরেহ নাহ রে ভাই এত সহজ হলে তো এইদেশে এত বেকার থাকতোনা।তাই সবার আগে কাজ হলো পেজ দেখে কাস্টোমার যেন আপনাকে পেশাদার ভাবে ও সে যেন এই পেজকে ট্রাস্ট করতে পারে এমনভাবে পেজ কে প্রেজেন্ট করা।
এই সেগমেন্টে-
Logo
Cover Image
Profile Image
Pin Post
Content image
About page
Bio
FAQ
Instant Message
এগুলি সহ অনেক ইস্যু আছে যা সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে হবে।
৫. অর্গানিক মার্কেটিং – পেজ খুলেই গণহারে সবাইকে পেজে ইনিভাইট করাটা মারাত্বক নির্বুদ্ধিতার সামিল।পেজ খোলার পরে আপনার ফ্রেন্ড লিস্টের সবাইকে একদিনে বা একসাথে ইনভাইট না করে ডেইলি ১০০ মানুষকে ইনভাইট করুন ও একটিভিটি চেক করুন যে, কারা কারা এটাতে লাইক দিয়ে আপনাকে এপ্রিশিয়েট করছে।
৬. কন্টেন্ট ক্যালেন্ডার বানানো – পেজের কন্টেন্ট কবে আর কখন দিবেন,কিভাবে দিবেন আর কি কন্টেন্টই বা দিবেন এটার সম্পূর্ণ গাইডলাইন থাকবে এইখানে।
এইটা দেখেই নিয়ম করে কন্টেন্ট বানাতে হবে।
৭. টার্গেটেড অডিয়েন্স বেইজ প্রমোশন – অর্গানিক মার্কেটিং করার ঠিক কতদিন পরে আপনি পেইড ভাবে মার্কেটিং শুরু করবেন সেটা আপনার মেন্টর বুঝিয়ে দিবেন আপনাকে।তবে বেসিক্যালি ১৫ দিন কন্টেন্ট দেবার পরে পেইড প্রমোশন শুরু করতে হবে।
৮. কাস্টোমার টার্গেটেড মার্কেটিং – সেল আনার জন্য মার্কেটিং বা Facebook Boost / Ads Campaign করা শুরু করা উচিত কবে থেকে সেটাও আপনাকে ঐ এক্সপার্ট বলে দিবে তবে নতুন পেজের ক্ষেত্রে মিনিমাম ১০ দিনের প্রমোশন যাবার পরে এডস বা বুস্টে যাবেন।
৯. Go for Branding – পেজ খুলে এড দিলেই সেল আসবে এই ধারনা থেকে বের না হতে পারলে কাজ করার কোন দরকার নেই।আপনাকে আগে ব্রান্ডিংবে নজর দিতে হবে।
Build Trust today. sell will come tomorrow.
১০. প্রোডাক্টের জন্য কন্টেন্ট – এড দেবার আগেই যখন আপনার পেজ ডেকোরেশন চলবে,তখনই শিট করে ফেলুন প্রোডাক্টের।তবে কোন কোন প্রোডাক্টের শুট করা উচিত আর কোনগুলির করা উচিত না সেটা আগে জানতে হবে।
ভালো কন্টেন্ট মানেই ভালো লেখা এমন না।
Text
Image
Audio
Video
এগুলার সংমিশ্রণে একটা বেস্ট আউটপুট বের করেই তবে মার্কেটিং এ নামেন।
এখন আনাচে কানাচে দুনিয়ার এপার্টমেন্ট উদ্যোক্তা তাই আপনাকে কৌশলি ও পেশাদার হতে হবে শুরু থেকেই নইলে টিকতে পারবেন না।
নোট – যাদের প্রোডাক্ট ফিক্সড তারা যে প্রোডাক্টের ভিডিও ও ফটোগ্রাফি করেন না,তাদের জন্য আমার স্পেশাল সমবেদনা ছাড়া কিছুই দেবার নেই।
খাবারের পেজ হলে তাকে সবার আগে এই কাজটাই করতে হবে আর কাপড়ের জন্য প্ল্যানিং হবে জেনে শুনে ও বুঝে দেখে।
১১. Analysis Important – কাজ করে গেলাম খুব অন্ধের মত আর বছর শেষে দেখলাম কোন ফলাফল আসেনাই।ছেড়ে দিলাম।নাহ রে ভাই,একটা কাজের যদি এনালাইসিস না করেন,তাহলে আপনার ভুল কি করে বের করবেন?
Ads Analysis

Ads Optimization
Page Analysis

Page Optimization
Data Analysis

Data Optimization
এই ৬ টা কাজ আপনার জন্য বাধ্যতামূলক।
যারা ভাবেন, Content is king তাদেরকে বলি-
“if content is king, then analysis is the father of that king.”
এই পোস্টে একটা সম্পূর্ণ গাইডলাইন দিয়েছি আমার হাতে রান করা প্রায় ২৫০০ বিজনেস পেজকে নিয়ে কাজ করার পরে এবং ৬ বছর এই ট্রাকে প্রায় ২০০০০ এর মত উদ্যোক্তাকে খুব কাছ থেকে অবজারভ করে তাই এখানে যেমন ত্বাত্বিক বিষয় আছে ঠিক তেমনই আছে প্রাক্টিক্যাল বিষয়।
ভালো লাগলে শেয়ার করে রাখবেন।কপি করে যদি কার্টেসি ছাড়া কন্টেন্ট দেন,সেটা আসলে খুবই অন্যায় কাজ হয়।