ম্যাক্সিমাম মানুষই এই দুইটা ব্যাপারকে গুলিয়ে ফেলে বিপদে পড়ে যান।আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি-
Simple – যেগুলা দরকার শুধু সেখানেই ফোকাস করা।
Minimalism – অল্প কিছুতেই সৌন্দর্য খুঁজে সন্তষ্ট থাকা।
আমার কাজের জন্য আমি আমার ফেসবুক প্রোফাইল টা ইউজ করি।তাই যারা কাজের আমি তাদেরকে এড রাখি আর যারা মনিটাইজার হয়ে যান বলে তাদের ঐ সকল অখাদ্য সামনে আসে,তখন তাদের আনফ্রেন্ড করে দিই- এটা তো আমার Simplicity.
মানে হলো- আমার যা দরকার সেটাতে ফোকাস করি আর যা দরকার না,সেটাকে স্কিপ করি।
উদাহরণ -২
আমার লাইফে কোন রংচটা জিন্স নেই, কোন বড় আর মোটা ডায়ালের চকচকা ঘড়ি পরার নজির নেই।আমি কেবলই অল্প ডিজাইন আর খুব মিনিমাল ইস্যুতে ফোকাস করি।