Ads Campaign করা বা Boost করার জন্য মাসের কোন সময় ভালো?
এই প্রশ্নটাই সঠিক না।উত্তর তো পরের কথা।
ব্যবসা করতে গেলে,আপনাকে প্রতিদিনই ঐ দোকান খুলতে হবে।আপনি প্রতিদিন দোকান না খোলার অর্থ হলো- আপনি একজন সৌখিন দোকানি।
নিজেকে প্রশ্ন করুন,আপনার মহল্লায় যে দোকানের কাস্টোমার আপনি নিজে,তারা একদিন দোকান না খুললে কিংবা অনিয়মিত হলে আপনি তাদের কাছ থেকে কিনতে রাজি কিনা।
যারা বলে,মাসের ওমুক বা তমুক সময়ে এড রান করেন,তারা ঐ লেভেলের মার্কেটার আর তাদের স্কিল ও ঐ লেভেলের।