নতুন শুরু করা ব্যবসায়ীদের সবচেয়ে কমন ভুলগুলি-
১. বিজনেস অনেক বড় করার প্ল্যান কিন্তু ডোমেইন টা কিনে শুরু করেনা।
২. লেখাপড়া,শেখা ও জানার ব্যাপারে অনিহা।
৩. ফেসবুক আইডির সিকিউরিটি ইস্যু নিয়ে অজ্ঞতা।
৪. ফেসবুক আইডিকে প্রফেশনাল ভাবে চালাতে না জানা।
৫. ফেসবুক পেজ সেটাপ না করা।
৬. What’s app business ব্যবহার না করা।
৭. Google এ কাজকে খুঁজে না পাওয়া।
৮. ফেসবুক মার্কেটিং টা প্রফেশনালি না করা।
৯. কাস্টোমার ডাটাবেজ সংগ্রহ না করে রাখা।
১০. কাস্টোমার রিভিউ সংগ্রহ না করা ও সংগ্রহ করার জন্য অনেক বেশি ফোর্স করা।
১১. প্রোডাক্টকে সঠিকভাবে প্রেজেন্টেশন না করা।
১২. Income vs Invest কে ঠিকঠাক না বোঝা।
১৩. ব্যবসা করতে শুরু করেই সেল আশা করা।
১৪. ব্যবসার প্রথম বছরেই টাকা খরচ করে ফেলা।
১৫. আমি কি সেল করছি সেটাতে ফোকাস করা কিন্তু কাস্টোমার কি কিনছে সেটাতে ফোকাস না রাখা।
এই ভুলগুলি কমন তাই উল্লেখ করা।তবে আপনারা চাইলে আরও অনেক ভুল বের করে কমেন্ট করতে পারেন আর এর মধ্যে কোন ভুলগুলি করেন সেটা জানাতে পারেন কমেন্টে।