যদি আপনার ধারনা থাকে,ফেসবুকে এড দেয়া মানে সেল করা তাহলে আপনার মত বোকা আর একটাও নাই এই যুগে।
ভাই,ফ্রীতে আমার অনেক রিসোর্স শেয়ার করা আছে।অন্তত ১০০+ পোস্ট আর ৫০+ ভিডিও আছে।এগুলা আগে দেখেন।
আমি ভুল হই বা সঠিক সেটাকে জাজ করার আগে নিজের জ্ঞানকে বৃদ্ধি করে নেন।নিজে জেনে নিলেন তাহলে তো কেউ ঠকাতে পারবেনা।
আপনি হয়তো পোস্ট করবেন- ফেসবুকে বুস্ট করে সেল হয়না আমি কি করবো?
কেউ বলবে- এড ক্যাম্পেইন করলে সেল হবে।
কেউ বলবে- টার্গেট ঠিক করেন।
কেউ বলবে- কন্টেন্ট ঠিক করেন।
কেউ বলবে- ল্যান্ডিং পেজ করেন।
কেউ বলবে- Ads Funel করেন।
কেউ বলবে- রিটার্গেট বেশি করেন।
সত্যটা হলো- যার যেটা সার্ভিস,সে সেটাই করাতে চাইবে বা বলবে কিন্তু আপনি যদি সত্যিই প্রপারলি কাজ করতে চান,তাহলে আগে বুঝে নিতে হবে।
যাদের জানার আগ্রহ আছে,তারা আমার আইডি,এই গ্রুপ আর আমাদের পেজে একটিভ থাকলেই ফ্রীতে সব পাবেন।