ফেসবুক আইডি ডিসাবল হওয়া রোধ করবেন কিভাবে

১. একই মোবাইল নাম্বার দিয়ে দুইটা ফেসবুক আইডি কিংবা ইমেল এড্রেস খুলবেন না।
২. ফেসবুক আইডির ইমেল,মোবাইল নাম্বার এগুলি অবশ্যই হাইড রাখবেন।
৩. চালু থাকা two factor authentication হুট করে অফ করবেন না।
৪. App generator দিয়ে টু ফ্যাক্টর ভেরিফাই না করে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন।
৫. ডিসাবল হওয়া সহ যেকোন সমস্যায়,অবশ্যই ডিভাইস সহ এক্সপার্টের সাথে যোগাযোগ করবেন।
৬. বাড়িতে বসে কাউকে পাসওয়ার্ড দিয়ে কাজ করাতে চাইবেন না,যদি না সে অনেক বেশি এক্সপার্ট না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *